ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

‘মা বেঁচে থাকলে খুব খুশি হতেন’: পিজিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাজানো হয়েছে বিভিন্ন অনুষ্ঠামালা। এরই অংশ হিসেবে একটি দেশের গানে কণ্ঠ দিলেন একঝাঁক কিংবদন্তি সংগীতশিল্পী।


‘বাংলাদেশ, বাংলাদেশ এগিয়ে যাও বাংলাদেশ’ শিরোনামের এই গানে কিংবদন্তি শিল্পীদের সঙ্গে গেয়েছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী পিজিত মহাজন। গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকাত।


দলীয় এই গানে কণ্ঠ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী, রফিকুল আলম, আবিদা সুলতানা, কিরণ চন্দ্র রায়, ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, আলম আরা মিনুসহ অনেক শিল্পী। এ গান নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। হাতিরঝিলের বিভিন্ন লোকেশান দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ভিডিওটি নির্মাণ করছেন সকাল আহমেদ।


গান সম্পর্কে পিজিত বলেন, ‘সত্যি আমি অনেক আনন্দিত এমন একটি সুযোগ পেয়ে। এটা আমার সংগীত ক্যারিয়ারের মাইলফলক হয়ে থাকবে। গানটি দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলেই প্রচারিত হবে। আজ মা বেঁচে থাকলে খুব খুশি হতেন।’


চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড দল ‘ব্যান্ড চাটগাঁর’ ভোকালিস্ট পিজিত মহাজন। নিয়মিত গান করছেন তিনি। এরই মধ্যে বেশকিছু মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন পিজিত।

ads

Our Facebook Page